History

একবিংশ শতাব্দীর এই অগ্রগতির যুগেও আমাদের দেশের অধিকাংশ নারী উচ্চ শিক্ষার আলো থেকে বঞ্চিত। জার্মান শিক্ষাবিদ নিপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন-
“আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব”।

তাঁর এই চিরস্মরণীয় কথার প্রতিধ্বনি আজ বিশ্বব্যাপী অনুরণিত হচ্ছে। শিক্ষিত মা মানেই শিক্ষিত জাতি। একজন মা শিক্ষিত না হলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। কেননা আজকের শিশুই আগামী দিনের জাতির কর্ণধার। তাই একটি আর্দশ সমাজ বিনির্মাণে নারীদের শিক্ষিত, সচেতন, স¦াবলম্বি ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের বিশিষ্ট দানশীল ও সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব আলী রহ. এর সুযোগ্য সন্তান জনাব মোশ্তাক আহমদ সাহেব (কানাডা প্রবাসী) ও মরহুম জনাব মোহাম্মদ আব্দুল হালিম (হালন মিয়া সাহেব)

তাঁদের মরহুম শ্রদ্ধেয় পিতার স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার মহৎ উদ্দেশ্যে পিতার নামে নামকরণ করে হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তাঁদের অপর দুইভাই ১. জনাব মাস্টার মো. আব্দুল কাইয়ুম ও ২. জনাব মো. আলতাফ আহমদ মাদ্রাসার সার্বিক সহযোগিতায় গুরুত্বপুর্ণ অবদান রাখেন। বর্তমানে মাদ্রাসাটি হাজী তৈয়ব আলী মহিলা আলিম (প্রস্তাবিত) মাদ্রাসা নামে পরিচিত।

Back to top button